কুমারখালী ফায়ার স্টেশনের ড্রাইভার ইন্তাজ আলী গত ৭/০৫/২০২২০খ্রিঃ তারিখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কুষ্টিয়াতে কর্মরত থাকা অবস্থায় হৃদযন্ত্রে ক্রিয়াবন্ধ হয়ে মৃত্যুবরন করেন। বাংলাদেশ সরকারের প্রঞ্জাপন অনুযায়ী সরকারী চাকুরীতে কর্মরত থাকা অবস্থায় কেউ স্বাভাবিক মৃত্যুবরন করিলে সরকার তহবিল হতে ৮,০০০০০ (আট লক্ষ) টাকা অনুদান হিসাবে পাবে। সে মোতাবেক মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ সাইদুল ইসলাম স্যারের সদিচ্ছাই এবং সুযোগ্য সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুষ্টিয়া জনাব মোঃ জানে আলম স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় ড্রাইভার ইন্তাজ আলীর সরকারি চাকুরিরত অবস্থায় মৃত্যুজনিত কারনে সরকার ঘোষিত অনুদানের ৮,০০,০০০(আট লক্ষ) টাকার চেক মন্ত্রনালয় হতে পাওয়া যায়। উক্ত অনুদানের চেক সহকারী পরিচালক জনাব মোঃ জানে আলম স্যার নিজ হাতে ড্রাইভার ইন্তাজ আলীর বড় স্ত্রীর ও সন্তানকে বুঝিয়ে দেন। উক্ত চেক হস্তান্তরকালীন সময়ে আরও উপস্থিত ছিলেন ডিএডি কুষ্টিয়া জনাব মোঃ আব্দুল আলীম, ওয়্যারহাউজ ইন্সপেক্টর (স্টেশন অফিসার কুমারখালী ভারপ্রাপ্ত) জনাব মোঃ বখতিয়ার উদ্দিন, উচ্চমান সহকারী জনাব মোঃ হজরত আলী, নিম্নমান সহকারী জনাব মোঃ ওবাইদুল হক, নিম্নমান সহকারী জনাব মোঃ শফিকুল ইসলাম ও সহকারী পরিচালকের দপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুষ্টিয়ার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস